আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ সড়ক ও এলাকার ময়লা, আবর্জনা,বন-জঙ্গল পরিস্কার ও পরিছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন নামক একটি সামাজিক সংগঠন।
শুক্রবার সকালে উপজেলা সদর পুরাতন শহীদ মিনার, হাসপাতাল, আমতলা মাছ ও সবজি বাজার, কৃষি ব্যাংক এলাকাসহ জনগুরুত্বপূর্ণ সড়কের আশপাশের বন-জঙ্গল, ঝোপঝাড়, প্লাস্টিক বর্জসহ শ্রাবণের বৃষ্টিতে ভরে যাওয়া ড্রেন পরিস্কারে নেমেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
বিকেলে তিনটহরী উচ্চ বিদ্যালয় এলাকাসহ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে ময়লা-আর্বজনা পরিস্কার করতে দেখা গেছে বিডি ক্লিনের একঝাঁক স্বেচ্ছাসেবী। এ সময় বিডি ক্লিনের উপজেলা সমন্বয়কারী মো. ইয়াছিন বাবু আজকের পত্রিকাকে বলেন, বিডি ক্লিনের একঝাঁক স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা পরিবেশ সুরক্ষায় নিঃস্বার্থভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সরকারী,বেসরকারি স্থাপনার সামনে ও সড়কে জমে থাকা আর্বজনা পরিস্কার,পরিছন্ন করলাম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত