মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মাটিরাঙ্গা মডেল মসজিদের সেই বিতর্কিত ইমাম মামুনুর রশিদ এর পদত্যাগের পর স্বস্তি ফিরেছে সর্বস্তরের মুসল্লীদের মাঝে ।
ইমাম মামুনুর রশিদ' এর পদত্যাগের খবর শুনতে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে মডেল মসজিদে জুম্মা'র নামায আদায় করতে ছুটে আসে শত শত সাধারন মানুষ ।
এ দিন নবাগত সাধারণ মুসল্লীদের অনেকেই মডেল মসজিদের বিভিন্ন সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করতে দেখা যায় ।
এ সময় দর্শনার্থীরা, মডেল মসজিদে নিজেদের পছন্দের আকিদা সম্পন্ন ইমামের পিছনে নামায আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন ।
অন্যদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ্য থেকে জনৈক ছাত্র জানান, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রাপ্ত ইমামকে বাধ্যতামুলক অব্যাহতি দেয়া জরুরী ছিল, কিন্তু তার আগেই বিতর্কিত ইমাম নিজে উদ্বুদ্ধ পরিস্থিতি অনুধাবন করে পদত্যাগ করায় বিষয়টিকে তারা স্বাগত জানান।
৯ আগষ্ট ২০২৪ তারিখ অনুষ্ঠিত মডেল মসজিদে জুমার নামাযে আদায়ে অংশগ্রহণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, মাটিরাঙ্গা ইসলাম প্রচার সংস্থা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইমাম ওলামা পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ সর্বন্তরের মুসল্লীগন ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত