রাঙামাটি প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী “কোটা সংস্কার আন্দোলন” এ সাধারণ শিক্ষার্থীদের কে হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সকালে রাঙামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে কোটা সংস্কার আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন তারা।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাবিপ্রবি ম্যানেজম্যান্ট ৫ম ব্যাচের শিক্ষার্থী আব্দুল সাত্তার ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী গিয়াস উদ্দিন।
বক্তব্যে তারা বলেন, একটা স্বাধীন দেশে বসবাস করে আমরা আমাদের ন্যায্য দাবি উপস্থাপন করতে পারিনা। শিক্ষার্থীদের কে নির্বিচারে হত্যা করা হচ্ছে। রাতের আধারে তুলে নেওয়া হচ্ছে। এসব নির্যাতন, নিপীড়ন ও গণগ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ আমরা এখানে একত্রিত হয়েছি।
সমাবেশের এক পর্যায়ে মাঠে নামে পুলিশ ও বিজিবি সদস্যরা। পুলিশি বাধায় স্থান ত্যাগ করে বিশ^বিদ্যালয় সংলগ্ন সড়কে বসে পড়েন চলমান আন্দোলনে একাত্বতা পোষণকারী শিক্ষার্থীরা।
এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের ও মাঠে নামতে দেখা যায়। এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ সমাবেশ থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হয় সাধারণ শিক্ষার্থীরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত