ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকাধীন নতুনবাজার সংলগ্ন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে) কার্গো মাল পারাপার প্রণালীর ট্রলিতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কপাবিকের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন উক্ত বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ফোরম্যান মোঃ ইব্রাহীম খলিল(৫৭) এবং ইলেকট্রিসিয়ান (ডি) আরমান।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তিনি আরোও জানান, এই ঘটনায় ফোরম্যান মো: ইব্রাহীম খলিল এর মুখমণ্ডলের চামড়া সহ মাংস পুড়ে যাওয়ায় প্রথমে তাঁকে নতুনবাজার ঔষধের দোকানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিদ্যুৎ কেন্দ্রের অ্যাম্বুলেন্স যোগে রাতে উপজেলা সদর হাসপাতালে পাঠানে হলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে ইলেকট্রিসিয়ান - ডি মোঃ আরমান- এর ডান হাতের চারটি আঙ্গুল সামান্য পুড়ে যাওয়ায় তিনি স্থানীয় নতুনবাজার ঔষধের দোকানে চিকিৎসা নেন।
কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, রাতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাঁর আঘাত গুরুতর না, কিন্তু তাঁর হার্টের সমস্যা থাকায় আমরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত