এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।
"শান্তি সম্প্রীতি উন্নয়ন" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের দিকনির্দেশনা, খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে এবং মহালছড়ি সেনা জোনের উদ্যোগে "মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের" উদ্বোধন ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোনের অন্তর্গত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন এবং সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।
এ সময় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ০২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।
এছড়াও অনুষ্ঠানে মহালছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত