পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে সংবিধানের আলোকে কোটা সুবিধার অন্তর্ভুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা।
এ সময় পিসিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল এর নির্দেশনায় উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন, সদর উপজেলা ছাত্রী বিষয়ক সম্পাদীকা রুমানা প্রিয়া, মহিলা কলেজ শাখার সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মোট জনসংখ্যার ৫২ শতাংশ বাঙালি হলেও শিক্ষার হার মাত্র ২৩ শতাংশ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।
পাহাড়ের বসবাসরত বাঙালিরা পিছিয়ে থাকলে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। তাই পাহাড়ে বসবাসরত জনসংখ্যা অনুপাতে পার্বত্য চট্টগ্রামের জন্য প্রদত্ত কোটাকে পুনঃবণ্টনের জোর দাবি জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত