ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি॥ ঢাকা ,রংপুর,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)। সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপির নেতা কর্মীরা। পরে জেলার চেঙ্গী স্কয়ারে আয়োজিত সমাবেশে বক্তারা কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে ৫শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুর্নবহালের দাবি জানান।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এ সভাপতিত্ব করেন ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা।
বক্তব্য রাখেন জ্ঞানপ্রিয় চাকমা, নয়ন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মনতোষ চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাবেক সাধারন সম্পাদক অমর সিং চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা কৃতিত্ব, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরা প্রমুখ।
একই সাথে পার্বত্য চট্টগ্রামের ১৯শ সালের শাসনবিধি বাতিল চেষ্টার প্রতিবাদ জানান। এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সময় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত