ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিশুদ্ধ খাদ্য আদালতের মামলার রায়ে চট্রগ্রাম শহরের আসাদগঞ্জ বানিজ্যিক এলাকার এম কে বাঘাবাড়ি ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিন এর ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাঙামাটি বিশুদ্ধ আদালত এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই রায় দেন বলে জানান কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য বিভাগের স্যানিটরি ইন্সপেক্টর মো: ইলিয়াস।
তিনি এই প্রতিবেদককে জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান রোজি স্টোরে খাদ্যের মান যাচাই করতে গিয়ে আমি এম কে বাঘাবাড়ির
ঘি এর মান নিয়ে সন্দেহ করে ঘি টি জব্দ করি এবং পরের দিন ২৪ নভেম্বর জব্দকৃত ঘি টি মান যাচাই এর জন্য ঢাকা " আই পি এইচ ল্যাবে " প্রেরণ করি। পরবর্তীতে ল্যাবের রিপোর্ট মান সম্পন্ন নয় আসায় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাদী হয়ে উৎপাদনকারীর বিরুদ্ধে ২২/১/২০২০ সালে রাঙামাটি বিশুদ্ধ আদালতে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ২৬ ধারায় মামলা দায়ের করি।
মামলা দায়ের এর দীর্ঘ ৪ বছর ৬ মাস পর আজ(১৬ জুলাই) মামলার রায়ে উৎপাদনকারী মো: কামাল উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত