ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্ম দেশনায় মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার(১২জুলাই, ২০২৪ইং) সকালে খাগড়াছড়ি সদরস্থ পশ্চিম নারান খাইয়া এলাকাবাসীর আয়োজনে পূজনীয় ভিক্ষু সংঘ'র মাঝে বুদ্ধমূর্তি দান,সংঘ দান, অটঠপরিকখার দান,হাজার প্রদীপ দান, পিন্ডদান সহ নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কবিরাজ অংচিংনু মারমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গামারীঢালা বনবিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত বোধিপাল মহাথেরো।
অনুষ্ঠানের সূচনায় পরিবার,জাতি-ধম-বর্ণ, সমাজ ও দেশের মঙ্গল কামনায় বুদ্ধমূর্তি দান সহ নানাবিধ দানের মাধ্যমে মঙ্গল কামনায় পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধর্মদেশনা শেষে স্বর্গীয় অংঙ্যা রাখাইন,প্রুথোয়াই মারমা,স্বর্গীয় দুংমাচী মারমা'র উদ্দেশ্যে পারলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় অনুত্তর পূণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে বুদ্ধমূর্তি দান,সংঘ দান, অটঠপরিকখার দান,হাজার প্রদীপ দান,পিন্ডদান ও নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ধর্মসভায় মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অগ্র জ্যোতি মহাথেরো,খাগড়াছড়ি পৌর কমিশনার অতীশ চাকমা,বেনুবন বনবিহারের অধ্যক্ষ ভদন্ত পন্থক মহাথেরো,ক্ষান্তিপুর বন কুঠিরের অধ্যক্ষ আর্য্য বোধি মহাথেরো,মৈত্রী বন বিহারের অধ্যক্ষ রাষ্ট্রপাল মহাথেরো, পুরনজয় মহাজন পাড়া গৌতম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা জ্যোতি মহাথেরো প্রমূখ।
মাঙ্গলিক অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও শতাধিক বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত