রাঙামাটি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাঙামাটি যুবদল।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে জেলা যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের কাঠালতলী, বনরুপা, হ্যাপির মোড় ও কোর্ট বিল্ডিং হয়ে নিউ মার্কেট গিয়ে শেষ হয়। পরে নিউ মার্কেটের সামনে আলোচনা সভায় অংশগ্রহন করে নেতাকর্মীরা।
এতে জেলা যুবদল সভাপতি নুর নবী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে যুবদলের সহ সভাপতি আব্দুল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন, মোরশেদ হোসেন ও রাশেদুল ইসলাম রনিসহ জেলা এবং উপজেলা পর্যায়ের যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে বলেন, বেগম জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। নতুন কেন্দ্রীয় কমিটিতে যোগ্য নেতাদের নির্বাচিত করায় তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। নুতন কমিটির ডাকে সাড়া দিয়ে সকল কর্মসূচি বাস্তবায়নের ও আশা ব্যক্ত করেন বক্তারা।
এদিকে মিছিল শেষে আলোচনা সভার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন জেলা পুলিশের একটি টিম। এসময় আলোচনা বন্ধ করতে নেতাদের নিষেধ করা হলে তারা আলোচনা চালাতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যরা মাইক এবং ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে ১মিনিটের বক্তব্যেই সভার ইতি টানেন জেলা যুবদল সভাপতি। সাথে সাথেই মাঠ ছাড়েন সভায় আসা নেতা কর্মীরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত