ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি থেকে উদ্বার করা ৬টি বিপন্ন পাহাড়ি ময়না অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১১জুলাই, ২০২৪ইং) দুপুরে খাগড়াছড়ি বন বিভাগের সবুজ বনে পাখিগুলো অবমুক্ত করা হয়। পাচারের সময় উদ্ধার করা পাখিগুলোকে প্রায় ১৩ দিন ধরে নিবিড় পরিচর্যা করে বন বিভাগ। পরিচর্যা শেষে বনে পাখিগুলোকে অবমুক্ত করা হয় বলে জানায় বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা।
গত ২৮ জুন গোপন সংবাদের সাহায্যে খাগড়াছড়ি বন বিভাগ খাগড়াছড়ি থেকে ফেনীতে পাচারের সময় খাগড়াছড়ি বাস স্টেশন এলাকা থেকে বিপন্ন প্রজাতির এসব পাখি উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করে পারেনি বন বিভাগ।
পাহাড়ি ময়না ২০১২সালের বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত।
খাগড়াছড়ি বন বিভাগ গত ৪ বছরে বিপন্ন প্রায় লজ্জ্বাবতী বানর,গয়াল,বন বিড়াল,মায়া হরিণ ,তক্ষক,হিল ময়না ৩৭ টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত