মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা যশোর প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারকালে ৯ পিস স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন ( ৪৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা।
আজ মঙ্গরবার (৯ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণরবার ভারতে পাচারে করবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে। এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। পরে মনোয়ারের হাতে থাকা লাল রংগের একটি ব্যাগ তল্লাশী করে (১ কেজি ৬৮ গ্রাম ওজনের) ৯ পিস স্বর্ণরবার উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার জানান, জব্দকৃত স্বর্ণরবার গুলো যশোর ট্রেজারি অফিস জমা করা হবে। এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত