ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম ১৯০০ সালের রেগুলেশন বাতিল ষড়যন্ত্রের প্রতিবাদে মংসার্কেলের প্রথাগত নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ মানববন্ধন করে।
মঙ্গলবার (০৯ জুলাই,২০২৪ইং) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে কর্মসূচি পালন করা হয়।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার সম্বলিত আইনে প্রতিষ্ঠিত শত শত বছরের প্রথা ও রীতিনীতির কার্যকারীতা নস্যাৎ করার চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানববন্ধন অংশ নেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মংসার্কেলের প্রথাগত নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
দীর্ঘ লম্বা এ মানববন্ধনটি শহীদ মিনার থেকে ভাঙ্গা ব্রিজ পর্যন্ত দাঁড়িয়ে জেলার নয়টি উপজেলার হেডমেন কারবারি সহ জনসাধারণ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এবং বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, এডভোকেট সুপাল জ্যোতি চাকমা, ধীমান খীসা, কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, হেডমেন উকজেন মারমা, জম্মু শরণার্থী নেতা সন্তোষিত চাকমা প্রমূখ।