ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় হতে ২০২০ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী
এবং ২০২০ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ক্লাবে অনুষ্ঠিত হয়।
কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি
প্রকৌশলী এ, টি, এম আব্দুজ্জাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ - ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুর রহমান, নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী এবং বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ প্রতিনিধি মোঃ আব্দুল ওহাব ও মোঃ মোশারফ হোসেন।
বিদ্যালয়ের শিক্ষক ইমরুল হাসান অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই প্রতিষ্ঠান হতে ২০২০ সালের ২৭ জন, ২০২১ সালের ১৩ জন, ২০২২ সালের ২২ জন, ২০২৩ সালের ১৫ জন ও ২০২৪ সালের ১২ জন সহ সর্বমোট ৮৯ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২০ সালের ৮ জন, ২০২১ সালের ১ জন, ২০২২ সালের ২ জন, ২০২৩ সালের ২ জন সহ সর্বমোট ১৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত