আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু হেরিটাজ হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদাপাড়ে তামাক চাষিদের সাথে 'বিকল্প জীবিকায়ন' সৃষ্টির লক্ষে মতবিনিময় করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
হালদা নদীর প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের আওতায় ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে বাটনাতলী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকারের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তামাক চাষিদের মাঝে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ সময় তিনি বলেন, 'হালদা নদী দেশের অমূল্য সম্পদ। দেশের মৎস্যখ্যাতে ব্যাপক ভূমিকা রাখছে হালদা নদী। তাই নদীর জীববৈচিত্র্য, মাছের জীবন ও হালদার পরিবেশ রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। হালদার উজান মানিকছড়ি অংশে নদীর দু'পাড়ে তামাক চাষের ফলে তামাাকের বিষাক্ত বর্জ্যে প্রতিনিয়ত দুষিত হচ্ছে নদীর পানি! ফলে হালদার মূল অংশে মা মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। এই ক্ষতি থেকে হালদা নদীকে বাঁচাতে তামাক চাষের বিকল্প চাষাবাদে এগিয়ে আসতে হবে চাষিদের। এতে সব ধরনের সহযোগিতা করবে জেলা প্রশাসন'।
হালদা নদীর গুরুত্ব ও তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, হালদা নদীর প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের পরিচালক মো. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম ও আইডিএফের সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়াও বিকল্প জীবিকায়নে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন তামাক চাষি মো. তাজুল ইসলাম, মো. কামাল হোসেন, শফিকুল ইসলাম ও মো. চান মিয়া।
মতবিনিময় সভায় অর্ধশতাধিক নতুন ও পুরাতন তামাক চাষি উপস্থিত ছিলেন। সভা শেষে চাষিদের মাঝে আমের চারা বিতরণ করেন অতিথিরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত