আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
মেয়ের বাড়ি বেড়াতে এসে অটোভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন মালেকা খাতুন নামে ৮৫ বছরের এক বৃদ্ধা নারী এতে আরও ৩ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড তামাই পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপরে এঘটনা ঘটে।
নিহত মালেকা খাতুন কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের মৃত আজহার মন্ডলের স্ত্রী, আহত অটোভ্যান চালক বেলকুচি উপজেলা রয়নাপাড়া গ্রামের মৃত আব্দুল গনি কাদের এর ছেলে আব্দুস ছালাম, প্রাথমিক অবস্থায় গাড়িতে থাকা আহত দুই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভাবে তাদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
মৃত মালেকা খাতুন এর মেয়ের জামাই মোঃ উজ্জ্বল মন্ডল জানান, বানিয়াগাঁতী দক্ষিণপাড়া আমার বাড়িতে বেড়াতে আসে আমার শ্বাশুড়ি, আজ সকাল ১০টায় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে, পরে খবর পাই গাড়ি এক্সিডেন্টে হয়ে সে মারা গেছে। তবে এবিষয়ে আমাদের কোন অভিযোগ নেই ময়নাতদন্ত ছাড়াই আমরা লাশ দাফন করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছি।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, অটোভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নারী নিহত হয়েছে, এতে আরও চালকসহ তিনজন আহত হয়েছে। এঘটনায় তাদের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত