রাঙ্গামাটি পার্বত্য জেলায় জুলাই মাসে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আটক সহ থানার সার্বিক কার্যক্রমের সফলতার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ( ওসি) নির্বাচিত হয়েছেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন। বুধবার রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অনলাইন ভার্চুয়ালি সভায় এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গতঃ ২০১৯ সালের ৪ জুলাই কাপ্তাই থা নায় তিনি অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হতে কাপ্তাই প্রেস ক্লাব, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে ওসি মোঃ নাসির উদ্দীন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর তিনি একের পর এক মাদক বিরোধী সফল অভিযানে অংশ নিয়ে মাদক উদ্ধার এবং মাদক পাচারের সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনেন।
এদিকে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন রাঙ্গামাটি জেলায় শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় কাপ্তাইয়ের বিভিন্ন সংস্থা, ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত