ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
দীর্ঘ নয় বছর পর চলতি বছরের ২৯শে এপ্রিল রাঙামাটিতে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার প্রায় একমাস পরে এক বছর মেয়াদে রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে যুগ্ম সম্পাদক পদে আসীন হয়েছেন কাপ্তাই হতে একমাত্র ছাত্র নেতা সাইথোয়াই অং চৌধুরী ( সুইথি চৌধুরী)। তিনি কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ এর সদস্য অংসুইছাইন চৌধুরী।
গত শনিবার রাত পৌনে ১২ টার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইট আইডিতে কমিটির তালিকা আপলোড করে উল্লেখ করেন, আগামী ০১ (এক) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা কমিটি অনুমোদন দেয়া হলো।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত তালিকায় মো: রনি হোসেনকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি ও সোহাগ চাকমাকে সাধারণ সম্পাদক করে সহ-সভাপতি পদে ৪০ জন, যুগ্ম সম্পাদক পদে ১০ ও সাংগঠনিক সম্পাদক পদে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে কাপ্তাইয়ের সাইথোয়াই অং চৌধুরী রাঙামাটি জেলা কমিটিতে যুগ্ম সম্পাদক পদে আসীন হওয়ায় বাংলাদেশ ছাত্র লীগ কাপ্তাই এর সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ, সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক এ আর লিমন সহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ সাইথোয়াই অং চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত