এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে।
২৯ জুন (শনিবার) দুপুরে উপজেলার মাইনি সেতু সংলগ্নে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন, খাগড়াছড়ি ২৯৮ নং সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।
জানাযায়, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৬,২৩,৯৭,০০০,০০ টাকা ব্যয়ে নির্মাণ কাজটি করাবেন ঠিকাদারি প্রতিষ্ঠান "মেসার্স লুম্বিনী এন্টারপ্রাইজ"। প্রকল্পটি বাস্তবায়ন করবেন, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রকল্পটির এনওএ প্রদানের তারিখ ১৩ মার্চ ২০২৪ এবং প্রকল্পটির মেয়াদকাল ৯মাস।
এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান সহ আরও অনেকেই।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত