খাগড়াছড়ি জেলার রামগড়ে অবৈধ ভাবে পাচারের সময় ট্রাকভর্তি বাঁশ জব্দ করেছে ৪৩ বিজিবি রামগড় জোনের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালাডেবা এলাকায় মহামুনি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।এসময় পাচারের উদ্দেশ্যে নেয়া ঢাকা মেট্রো-১৫-২০৭৬ টাটা ট্রাক ভর্তি ২৭শ টি বাঁশ জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, আটককৃত ট্রাক ও বাঁশের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩১ লক্ষ ৮ হাজার টাকা। জব্দকৃত ট্রাক ও বাঁশ বনবিভাগে হস্তান্তর করা করা হয়েছে।
রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানিয়েছেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় অবৈধ ভাবে বাঁশ-কাঠ পাচার প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষাসহ অত্র এলাকায় শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে বিজিবির নজরদারি ও এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত