ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি বন বিভাগ ৬টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার করেছে। শুক্রবার (২৮ জুন,২০২৪ ইং) সকালে খাগড়াছড়ি শান্তি কাউন্টার এ চট্টগ্রাম গামী একটি বাস থেকে পাখি গুলোকে উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি বন বিভাগ কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের সূত্র ধরে খাগড়াছড়ি শান্তি কাউন্টার এ চট্টগ্রাম গামী একটি বাস এ বন বিভাগের একটি টিম গিয়ে দেখেন ময়না পাখি গুলো বাসের এক কোণায় খাঁচা বন্ধী করে রাখা আছে। কে বা কারা এই পাখি গুলোকে আনলেন জানতে চাইলে কেউ শিখার করেননি। সেক্ষেত্রে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে পাখি গুলোকে উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগে নিয়ে আসা হয়। পাখিগুলোর এখনো পূর্ণ বয়স হয়নি। উড়তে পারে না। তাই পাখি গুলোকে বন বিভাগের হেফাজতে লালন - পালন করা হবে। আর যখন পূর্ণ বয়স হবে তখন পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, বন্য প্রাণী নিজেদের মতো করে প্রকৃতিতে বেঁচে থাকবে। তাদেরকে কেউ যেন বিরক্ত না করে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বন্য প্রাণী ধরা, মারা, শিকার করা বা পরিবহন করা এটা একটা গুরুতর অপরাধ।
তিনি দেশ দেশবাসীর কাছে বার্তা (মেসেজ) দেন, বন্য প্রাণীকে বাঁচতে দিন, বন্য প্রাণী সাধারণত কাউকে আঘাত করে না। বন্য প্রাণী নিজেদের মত প্রকৃতিতে বিচরণ করবে। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতিতে বন্য প্রাণী দেখতে পাবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত