মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটির সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নূয়েল খীসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় টিআইবি’র কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত মতামতসমূহ নিয়ে আলোচনা করা হয়। সনাকের স্বাস্থ্য উপ কমিটির আহবায়ক নিরূপা দেওয়ান আলোচ্যসূচি সমূহ আলোচনা করেন এবং প্রধান অতিথি আলোচ্যসূচির সমস্যাসমূহ দ্রুত সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেছেন। তিনি বলেছেন, দালাল ও ডায়াগনষ্টিক সেন্টারের এজেন্টদের হয়রানি রোধে পদক্ষেপ গ্রহণ করা হবে ও নিম্নমানের যে সমস্ত ডায়াগনষ্টিক সেন্টার আছে সেগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হেল্প ডেস্ক চালুু করা, অভিযোগ ও পড়ামর্শ বক্স চালু করা, আউটডোর রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী মজুদ থাকা সাপেক্ষে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা, হাসপাতালে কর্মরত ডাক্তাররা নিজ নিজ ডিউটি শিডিউল অনুসরণ করা, আর্থিক লেনদেন জনিত সকল বিষয়ে নিয়মিত রশীদ প্রদান ইত্যাদি বিষয়ে সিভিল সার্জন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্তদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।
এছাড়া, ডেঙ্গু ও ম্যালেরিয়া বিষয় সচেতনতা তৈরি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় টিআইবি’র ইয়েস সদস্য নুসরাত খানম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য অমলেন্দু হাওলাদার। এছাড়া, সভায় সনাক সদস্য অঞ্জুিলকা খীসা, নিরূপা দেওয়ান, রনজিত নাথ, মুজিবল হক বুলবুল, হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শওকত আকবর, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল প্রমূখ বক্তব্য প্রদান করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত