ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওপেন হাউজ ডে এবং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন কাপ্তাই থানার ওসি আবুল কালাম।
এসময় তিনি বলেন, মাদক ক্রয়- বিক্রয় এবং বহন করা আইনগতভাবে অপরাধ। এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাতের ১০ টার পর কোন কিশোরকে রাস্তাঘাটে দেখলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে
ওসি আরোও বলেন, আইন সকলের জন্য সমান। ন্যায় বিচার পাওয়া সকলের আইনগত অধিকার। পুলিশ সবসময় জনগণের পাশে ছিলেন, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা সবসময় সেবা দিতে প্রস্তুত আছি।
৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যার সভাপতিত্বে উপ পরিদর্শক স্বরুপ কান্তি পাল এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন , কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং ওয়াগ্গা ইউনিয়ন এর সাবেক মহিলা সদস্য মিনুপ্রু মারমা।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কাপ্তাই থানার উপ পরিদর্শক মো: হাবিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি এবং সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত