সুখী-সম্বৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন পাহাড়ী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
পেশাগত দক্ষতা, সততা ও নৈতিকতা, সর্বজনীন পেনশন স্কিমে জেলার সর্বোচ্চ রেজিস্ট্রেশন, ই-ফাইল ব্যবহারে আগ্রহ ও শুদ্ধাচার চর্চার বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতিসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের অফিসার ক্যাটাগরিতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চত্রুবর্তী এ পুরস্কারে ভূষিত হন তিনি।
এ সময়, ক্রেস্ট ও সার্টিফিকেট সহ তাঁকে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।
কর্মজীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চত্রুবর্তী বলেন, ‘শুদ্ধাচার পুরস্কার’ আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি বরাবরের মতোই সততা, নিষ্ঠা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে আমার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।
ভবিষ্যতে জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যাশার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল আরা সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।