ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধ।। খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ার কার্যক্রম বন্ধের আদেশ স্থগিত চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগিরা। বুধবার (২৬ জুন ২০২৪) খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় তারা ৫ম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি ২০২৪/৩০ এ তাদের অন্তর্ভুক্তির দাবীও জানান খাগড়াছড়ির ৯টি উপজেলার পেইড পিয়ার ভলান্টিয়ার।
এতে খাগড়াছড়ির ৯টি উপজেলায় কর্মরত ১৩৮ জনের মধ্যে শতাধিত ভোলান্টিয়ার অংশ নেন।
এসময় মানববন্ধন এ বক্তব্য রাখেন মানববন্ধনের সমন্বয়ক নূরজাহান আক্তার, সহ সমন্বয়ক রিকু সিকদার, সুনিতা ত্রিপুরা, জেসমিন আক্তার সহ আরো অনেকে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ২০১৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলায় পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছি। যা দিয়ে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া আর হঠাৎ করে চাকুরী শেষের নোটিশ জারি করে। ফলে আমরা আমাদের পরিবার নিয়ে দিশেহারা। কি হবে আমাদের ভবিষ্যৎ বুঝতেছি না।
মানববন্ধন এ ভুক্তভোগিরা চাকরির চুক্তি নবায়ন করার দাবী জানানো হয়। পরে বৃষ্টিকে উপেক্ষা করে মানববন্ধনের দাবিতে মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি দেয়া হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত