ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় মাল্টি স্টেক হোল্ডাদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার(২৬ জুন) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থার ব্র্যাকের উদ্যোগে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান মো: নাছির উদ্দীন।
কাপ্তাই উপজেলা ব্রাক এর সিনিয়র প্রোগাম অফিসার শম্পা দাশ গুপ্তার সঞ্চালনায় এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি আবুল কালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চাকমা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ আফতাব উদ্দিন।
ওরিয়েন্টেশন সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, ম্যালেরিয়া প্রবন অঞ্চল গুলোতে ম্যালেরিয়া নির্মূলে সকলকে সচেতনতা হতে হবে। সরকার ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ম্যালেরিয়া নির্মূল করতে হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত