ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে ইক্ষু, সাথী ফসল ও গুড় উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ জুন,২০২৪ইং) সকালে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে কনফারেন্স হল এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির সদস্য প্রশাসন ও প্রকল্প পরিচালক, মাহাবুব-উল করিম এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মূখ্য গবেষক ড. মোঃ আলতাফ হোসেন, খাগড়াছড়ি কৃষি উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম, খাগড়াছড়ি সিনিয়র সহকারী কমিশনার মনিরা খাতুন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উপজেলা সমূহের কৃষি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি সহ জেলার সুবিধাভোগী কৃষকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি অঞ্চলের কৃষকদের মুক্ত আলোচনায় কৃষক'রা পাহাড়ে কৃষিজ বাগানে তাদের পতিত জমি আবাদের কিভাবে কাজে লাগাতে পারে এবং পরামর্শ চান।
কর্মশালায় প্রধান অতিথি উপসচিব মাহাবুব-উল করিম
বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কৃষি উন্নয়ন সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের কৃষক, মাটির উর্বরা শক্তি ও কৃষিজ বীজ'কে কাজে লাগিয়ে উন্নয়ন সম্ভব। এতে একদিকে যেমন বেকারত্ব হ্রাস পাবে অপরদিকে দেশে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের মাথাপিছু আয় বাড়বে।
আর কোন কোন জায়গায় কি জাতীয় ফলন ভালো হওয়ার সম্ভাবনা এবং তার পরামর্শ প্রদান করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত