হ্যাপি করিম, মহেশখালী।
মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম শফিকুল্লাহ খাঁন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, বরেণ্য সাংবাদিক মরহুম মাওলানা শফিকুল্লাহ খাঁন রহ-এর ৩য় মৃত্যু বার্ষিক উপলক্ষে আজ ২১ শে জুন-২৪ জুমাবার দুপুরে মহেশখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন.. মহেশখালী থানা জামে মসজিদ পেশ ইমাম মাওলানা নুরুল আবছার।
উক্ত দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা ইউনুছ, দৈনিক কক্সবাজার সাংসদের প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, মধুয়ার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাছিরুল্লাহ খাঁন, দৈনিক কক্সবাজার বানী প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক রূপালী সৈকতে স্টাফ রিপোর্টার নুরুল করিম, দৈনিক ঢাকা প্রতিনিধি সেলিম উল্লাহ, দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ নাঈমুল্লাহ খাঁন প্রমূখ। উক্ত দোয়া, আলোচনা ও স্মরণ সভায় বক্তারা মরহুম সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহেশখালীতে সাংবাদিকতা পেশায় শফিকুল্লাহ খাঁনের নিঃস্বার্থ অনন্য অসাধারণ অবদানের কথা উল্লেখ করেন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকতায় মরহুম শফিকুল্লাহ খাঁনের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও আপোষহীন ভূমিকার বিষয়ে আলোকপাত করে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত