ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধির:
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর পৃথক দুইটি অভিযানে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাফরাশির হাট এলাকা হতে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী হানিফ (৫০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর বারঘোনিয়া সাদেকেরঘোনা এলাকার শেখ আহাং এর পুত্র বলে জানান কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম।
ওসি আরোও জানান, গত বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ৮ টার সময় থানার এসআই আল-আমিন, এসআই স্বরুপ কান্তি পাল, এএসআই রবিউল আলম এবং এএসআই রামধন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ কাপ্তাই থানার ফেরারী জিআর সাজা- ২৬৯/১৯৯৮ গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী হানিফ (৫০) কে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাফরাশির হাট এলাকা হতে গ্রেফতার করা হয়।
অপরদিকে একইদিন রাত ১০ টা ৫৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশ এর ঐ টিম অভিযান পরিচালনা করে ফেনী জেলার সোনাগাজী উপজেলার তুলাতলী এলাকা হতে কাপ্তাই থানার জিআর সাজা -১১৬/১৭ গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ জাকির হোসেন (৫০) কে গ্রেফতার করেন। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই প্রজেক্ট এলাকার -মৃত আবুল বাশার এর পুত্র বলে জানান ওসি।
আটককৃত আসামিদ্বয়কে গ্রেফতার পূর্বক শুক্রবার (২১ জুন) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত