রাঙ্গামাটি:- রাঙ্গামাটির সাজেকের বাঘাইহাট বাজারে আঞ্চলিক দলের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ নাঈম নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে বাঘাইহাটে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত শ্রমিক মোঃ নাঈম শান্তি পরিবহনের সুপারভাইজার বলে জানা গেছে। সে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির পশ্চিম দূর্গাছড়ি এলাকার মোঃ নজলল ইসলামের ছেলে ।রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, দুপুরের দিকে ঘটনায় ১ জন গুলি বদ্ধ হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তিনি মৃত্যু বরণ করেণ। এঘটনার পর পুরো বাঘাইহাট বাজারে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
স্থানীযরা জানায়, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে গিরে উপজেলার বাঘাইহাট এলাকায় দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার দুপুরে এক ঘন্টা ব্যাপী থেমে থেমে গোলাগুলির ঘটনায প্রায় ৬ শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনার ঘটেছে।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট -ইউপিডিএফ এক বিবৃতিতে এ ঘটনার জন্য তাদের ভাষায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের দায়ী করেছে। সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহণের এক হেলপার নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে।বিবৃতিতে বলা হয, আজ বাঘাইহাট বাজার থেকে ব্যবসায়ীরা মালামাল কিনে উজো বাজার ও মাচলং বাজারে নিতে চাইলে তাদের ভাষায় ঠ্যাঙাড়ে সদস্যরা তাতে বাধা দেয়। এতে উক্ত ব্যবসায়ী ও এলাকার সাধারণ জনগণ বিক্ষুদ্ধ হয় এবং তার প্রতিবাদে পর্যটন সড়কে ও বাঘাইহাট বাজারে বিক্ষোভ প্রদর্শন করে।কিন্তু ঠ্যাঙাড়েরা এক পর্যাযে বিনা উস্কানিতে জনতাকে লক্ষ্য করে গুলি চালালে শান্তি পরিবহনের এক হেলপার ঘটনাস্থলে নিহত এবং বেশ কয়েকজন আহত হয। আহতদের মধ্যে দুলেই চাকমা ও চিক্কো চাকমা নামে দু’জনের নাম পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত