মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)
যৌতুকের দ্বায়ে গ্রেফতার হয়েছেন রাঙ্গামাটি ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা এবং সলিউশন রাঙ্গামাটি এর স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম রাশেদ (৩৯)।
তার দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তার, পিতাঃ শামীম আহম্মেদ, বাদী হয়ে গত ২৯ শে এপ্রিল রাঙ্গামাটি কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে যৌতুক ও নির্যাতনের এই মামলা দায়ের করেন। মামলা নং-সি আর ৩২৫/২০২৪।
তারই প্রেক্ষিতে, আসামিকে গত ১৫ই জুন (শনিবার) হাসপাতাল এলাকা থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। ১৬ই জুন (রবিবার) এ তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বলেন, রাশেদের নামে যৌতুক নিরোধ আইনের ৩য় ধারায় মামলা হয়েছিলো। কোর্ট এর ওয়ারেন্ট থাকায় আমরা তাকে গ্রেফতার করি।
এদিকে তার প্রথম স্ত্রী মুসলিম তাজ মুন্নি বলেন, এই মামলাটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। তাকে ইচ্ছাকৃতভাবে ফাসানো হয়েছে। রাশেদ এবং তার ২য় স্ত্রী এর ডিভোর্স এর প্রক্রিয়া চলমান বিধায় এমন স্বরযন্ত্র হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত