ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই চিৎমরম মৌজায় অবস্থিত শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডা: রতন কান্তি বিশ্বাস রবিবার ( ১৬ জুন) সকাল ১১ টায় পরিবশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এর সাথে রাঙামাটিস্থ তাঁর বাসভবনে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, এদেশ সকলের দেশ। এখানে সকল সম্প্রদায়ের মানুষজন একসাথে বসবাস করে আসছেন।
সৌজন্য সাক্ষাৎকালে এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু , সহ সভাপতি প্রীতিশ চন্দ্র দে কাজল, অর্থ সম্পাদক উত্তম মল্লিক,
চন্দ্রঘোনা মিশন এলাকা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর কান্তি ধর, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক আশুতোষ মল্লিক, শিলছড়ি ভেলাপ্পা পাড়া লোকনাথ ও দূর্গা মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সুভাষ দাশ, কেপিএম শ্রীমৎ ভাগবত সংঘের সাধারণ সম্পাদক সুমন মল্লিক, সীতা মন্দির পরিচালনা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক রঘুনাথ বিশ্বাস, সাবেক সদস্য সুমন ভৌমিক ও উপদেষ্টা নির্মল ঘোষ সহ কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত