সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় অসহায় ও দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠির মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, খাদ্য সামগ্রী ও শিক্ষা সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি‘র যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
রোববার (১৬ জুন) যামিনীপাড়া জোন সদরে মানবিক সহায়তা বিতরণ করেন যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।
মানিবক সহায়তার অংশ হিসেবে চার জন অসহায় ও হতদরিদ্র পরিবারের পুরাতন ও ভাঙ্গা ঘরে মেরামতের জন্য ১৪ বান্ডিল ঢেউটিন, উন্নত চিকিৎসার জন্য দুস্থ ও অসহায় ব্যক্তিদদের আর্থিক অনুদান, তিনজন শিক্ষার্থীকে একাদশ শ্রেনীতে ভর্তির জন্য শিক্ষা সহায়তা, বিভিন্ন এতিম থানায় খাদ্য সহায়তা ও বৌদ্ধ মন্দিরে আর্থিক আনুদান প্রদান করা হয়।
যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি বরাবরই অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও বিজিবির মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় বিজিবির পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
মানবিক সহায়তা পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বড়নালের আব্দুল মেম্বারপাড়ার বিধবা নেহার আক্তার ও লক্ষীবাড়ীর সুইয়াতি ত্রিপুরা বলেন, অর্থাভাবে যখন নিজের মাথা গোজার ঠাঁই ঘরটি মেরামত করতে পারছিলামনা তখন বিজিবি ঢেউটিন দিয়ে সে ঘর মেরামতের সুযোগ করে দিল। তারা বলেন, বিজিবির দেয়া টিন দিয়ে আমার ঘরে নতুন চালা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত