আসিফ ইকবাল, বান্দরবান জেলা প্রতিনিধি :
আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক ২,৬৬,৬০৫ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অদ্য ১৩ জুন ২০২৪ইং (বৃহস্পতিবার) সকাল ১১.০০ ঘটিকায়আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্রী-ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদানসহ সর্বমোট ২,৬৬,৬০৫.০০ (দুই লক্ষ ছেষট্টি হাজার ছয়শত পাঁচ) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোন (৩১ বীর) এর জোন উপ-অধিনায়ন মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জোন উপ-অধিনায়ক বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যেতেও তা অব্যাহত থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, আলীকদ জোন কর্তৃক প্রতিমাসেই উপরোক্ত প্রতিষ্ঠান সমূহকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত