ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) লিমিটেডের সিবিএ নির্বাচনে টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন চাকা প্রতীক নিয়ে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং চট্ট-২৬২১)।
মঙ্গলবার( ১১ জুন) কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা একমাত্র প্রতিদ্বন্ধী সংগঠন ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নকে (রেজিঃ নং চট্ট-২৭৫০) ৩৬ ভোটে পরাজিত করেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার এর দায়িত্বপালনকারী চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর এর সহকারী পরিচালক আবদুস সাব্বির ভূইয়া নির্বাচন শেষে বেলা সাড়ে ৩ টায় ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ এর প্রাপ্ত ভোট ৯৩ এবং কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন এর প্রাপ্ত ৫৭। নির্বাচনে মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তৎমধ্যে ২ টি ভোট বাতিল হয়।
এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ১০ টা হতে ৩ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।
এদিকে নির্বাচনে বিজয়ী হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ এর সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার সকল শ্রমিক কর্মচারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত