• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
পানছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন আটক গুইমারায় আওয়ামী লীগ নেতা আটক গুইমারায় একজনকে অপহরণ, থানায় অভিযোগ খাগড়াছড়িতে সাংবাদিকদের যৌথ সিদ্ধান্তে অনুষ্ঠিত জরুরী সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বয়কট অপারেশন ডেভিল হান্ট অভিযানে রামগড়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২ পটিয়ায় রংধনু ফাউন্ডেশন ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পটিয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, নারীসহ পরিবারের সদস্যদের মারধর কাপ্তাইয়ে বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস উদ্বোধন রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও সিগারেট জব্দ ফের চকরিয়ার ফাঁসিয়া খালীতে হাতির রহস্যময় মৃত্যু  রামগড় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে সনদপত্র বিতরণ দৌলতদিয়া পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণে বাধ অপসারণ

মানিকছড়িতে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমির দলীল ও ঘরের চাবি হস্তান্তর

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি: / ১৫১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
মুজিববর্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রথম থেকে পঞ্চম পর্যায়ের ২য় ধাপ পর্যন্ত ১৩২০ ভূমিহীন ও গৃহহীন পরিবার দুই শতক ভূমি ও দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরে মাথা গোঁজার ঠাঁই হয়েছে।

১১জুন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উপজেলার চার ইউনিয়নে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি ও ভূমির দলীল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনবার্সনে উপজেলার চারটি ইউনিয়নে প্রথম পর্যায়ে ১৮৮ পরিবার, ২য় পর্যায়ে ৪১২ পরিবার ৩য় পর্যায়ে ১২২ পরিবার ৪র্থ পর্যায়ে ৩৪০ পরিবার এবং ৫ম পর্যায়ের প্রথম ধাপে ১৭০ ও গতকাল ২য় ধাপে ১০০ পরিবারকে আশ্রয়ণে ঠাঁই দেওয়া হয়েছে।

চার ইউনিয়নের ১০০ টি ঘরের মধ্যে মানিকছড়ি ইউনিয়নে একক ৯টি, আশ্রয়ণে ১০ টি, বাটনাতলী ইউনিয়নের ২টি আশ্রয়ণে ২০ টি, যোগ্যাছোলা ইউনিয়নের ৩টি আশ্রয়ণে ৩০ টি এবং তিনটহরী ইউনিয়নের ৩টি আশ্রয়ণে ৩১টি পরিবারকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সভার মাধ্যমে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। উপজেলা পর্যায়ে এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান, ভাইস চেয়ারম্যান চলাপ্রু মারমা নিলয়, নূর জাহান আফরিন লাকি, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুল মতিনসহ সুবিধাভোগী পরিবার।
অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন, সুবিধাভোগী ও স্বামী পরিত্যক্তা হালিমা আক্তার ও দৃষ্টিপ্রতিবন্ধী মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান শেষে ১০০ সুবিধাভোগী পরিবারে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ