ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দায়িত্ব ভার গ্রহণ করেছেন মিসেস কল্যাণী বড়ুয়া । মঙ্গলবার (১১ জুন) তিনি প্রধান শিক্ষক হিসাবে তাঁর প্রথম কর্মজীবন শুরু করেন।
এর আগে তিনি ১৯৯৪ সালের ৩১ মার্চ ঐ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন । কর্মকালে ২০২১ সালের ৩০ জুন "সিনিয়র শিক্ষক" হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পদোন্নতি লাভ করে একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন ।
প্রধান শিক্ষক এর দায়িত্বগ্রহন এর আগে তিনি নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে প্রথমদিন দায়িত্বগ্রহনকালে তাঁকে স্কুলের বিভিন্ন শিক্ষক এবং কর্মচারীরা শুভেচ্ছা জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত