করোনায় চলমান লকডাউনে রাঙামাটিতে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমাবার সকালে শহরের জিমনেসিয়ামে সম্মেলন কক্ষে কর্মহীন চার শতাধিক শ্রমিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু।
বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ১০ কেজি, ২ কেজি আটা, ৩ কেজি আলু, ১কেজি করে লবণ, ডাল ও ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়ে সাধারণ মানুষের জন্য খাদ্য সহায়তা বিতরণ কর্যক্রম চলমান রয়েছে। লকডাউনের ফলে পরিবহন শ্রমিকরাও কর্মহীন হয়ে পড়েছে। তাদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। এই সহায়তা অব্যাহত থাকার কথাও জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত