ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা এর আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার অভিপ্রায়ে সেনাপ্রধানের দিকনির্দেশনায় রাঙামাটি রিজিয়নের অধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটলিয়নের দায়িত্বপূন্য এলাকা হরিণছড়া মুখপাড়া এলাকায় জোন অধিনায়ক লে, কর্ণেল মুহাম্মদ সোহেল, পি এস সি এর তত্ত্ববধানে গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে কাপ্তাই ১০ আর ই ব্যাটলিয়নের হাজাছড়া ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন বখতিয়ার আহম্মেদ এ ঈদ উপহার সহায়তা প্রদান করেন।
এসময় তিনি বলেন, আগামী ১৭জুন পবিত্র ঈদ-উল-আযহা, যাতে আপনারা পরিবার নিয়ে আনন্দের সাথে পালন করতে পারেন সেনাবাহিনীর এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে ১০ আর ই ব্যাটলিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত