ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
কাপ্তাই হ্রদে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে হ্রদের উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলার ৬ শত ৭৫ জন তালিকাভুক্ত মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ (চাল) খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এইসময় প্রত্যেক জেলেকে জুন ও জুলাই মাসের ২০ কেজি করে সর্বমোট ৪০ কেজি চাল তুলে দেন।
৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জোবাউদা আক্তার লাভলী এর সভাপতিত্বে এসময় কাপ্তাই উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দীন, ৪ নং কাপ্তাই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং ইউপি সদস্যগণ উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
প্রসঙ্গত: কাপ্তাই হ্রদে মাছের প্রজনন কার্যক্রম বৃদ্ধির জন্য প্রতি বৎসরের ন্যায় গত ১ মে ২০২৪ তারিখ থেকে আগামী ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস আহরন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত