মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে অভিযানে ৯শ প্যাকেট ভারতীয় আতশবাজি ও একটি সিএনজিসহ মো. আব্দুল মমিন ওরফে আবু (২৬) ও মোঃ রুবেল (২৬) দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।
৯ই জুন রবিবার ভোররাতে রামগড় পৌরসভার ০৩নং ওয়ার্ড গর্জনতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজি সহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে রামগড় থানার এসআই মোঃ মহসিন মোস্তফা, মোঃ তারেক, দীপক হুদা সহ সঙ্গীয় ফোর্স রাত্রি কালীন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ৯শ প্যাকেট অবৈধ ভারতীয় আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ আব্দুল মমিন ওরফে আবু ও মোঃ রুবেল কে আটক করা হয়। রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ জানান, আসামীদের বিরুদ্ধে ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত