হ্যাপী করিম, মহেশখালী
‘স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলার মহেশখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া।
এতে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে স্বাগতিক বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ছালেহ আহমদ,
উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা কৃষি অফিসার নাছিরুল আলম, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক কাজী আব্দুল্লাহ ইউসুফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জেএইচ ইউনুস, সংবাদকর্মী ইন্জিনিয়ার হাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন.. উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি জাবের মেম্বার'সহ উপজেলা ভূমি অফিসে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও শিক্ষক, শিক্ষার্থী, সেবাপ্রার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূমিসেবায় প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের
হাতে ক্রেস্ট ও সনদ পুরস্কৃত করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত