আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
"নো হেলমেট, নো ফুয়েল" নিশ্চিতকরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অভিযানে নেমেছে পুলিশ। বুধবার দুপুরে মহামুনি বাসস্ট্যান্ড ও বাজারে জনসচেতনতায় পুলিশ অভিযান চালিয়ে সকল মোটরসাইকেল চালকদের সর্তক করেছেন। গত কয়েকদিন ধরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে জেলা সদরে "নো হেলমেট, নো ফুয়েল" নিশ্চিতকরণে পুলিশি তৎপরতা বৃদ্ধির ফলে মোটরসাইকেলে হেলমেট ব্যবহার শুরু হয়।
এরই ধারাবাহিকতায় গুইমারা, মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগেও তৎপরতা শুরু হয়। বুধবার দুপুরে মানিকছড়ি থানা পুলিশের উদ্যোগে মহামুনি বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় "নো হেলমেট, নো ফুয়েল " নিশ্চিতকরণে পুলিশ সর্তকতামূলক প্রচারাভিযান চালায়। এ সময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ.কে. এম কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, ওসি( তদন্ত) মো. আজগর হোসেনসহ পুলিশ সদস্যেরা উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ.কে. এম কামরুজ্জামান বলেন, আগে জীবন, পরে অর্জন। বেঁচে থাকলেই টাকা উপার্জন সম্ভব। তাই মোটরসাইকেলে চলাচলরত সকলের উচিত হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ। আগামীকাল থেকে সড়কে চলাচলরত সকল মোটরসাইকেল ব্যবহারকারীকে হেলমেট ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম হলে অপরাধীকে আইনের আওতায় আনাসহ কাউকে ফুয়েল কিনতে দেওয়া হবে না।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত