আনোয়ার হোসেন , পানছড়ি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পেয়েছে পানছড়ির বসন্ত চাকমা। সে উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির ঝাগুরনালা গ্রামের পান্নোয়ালা চাকমা ও পুলিনবালা চাকমার সন্তান। তার বাবা একজন কৃষক ও মা গৃহিনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট (অপরাধ বিজ্ঞান) বিভাগে সে পড়ার সুযোগ পেয়েছে। তার রোল ছিল ২২০১৮১১। মুঠোফোনে বসন্ত চাকমা বিষয়টি নিশ্চিত করেছে।
সে জানায়, দক্ষিন লতিবান সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গন্ডি পার হয়ে বানিজ্য বিভাগ নিয়ে নালকাটা উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাশ করে। পরবর্তীতে ২০২৩ সালে মানবিক বিভাগ নিয়ে পানছড়ি সরকারী ডিগ্রী কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাশ করে।
মা-বাবার পাশাপাশি পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র প্রভাষক রত্ন কুসুম চাকমার সার্বিক সহযোগিতার কথা সে বার বার তুলে ধরে। বাংলাদেশ পুলিশ বিভাগের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার স্বপ্ন রয়েছে তার ।