শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল সিস্টেমের আওতায় স্কুল পর্যায়ে "বাল্যবিবাহ নিরোধ ঘন্টা" বিষয়ক সচেতনতামূলক সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৩জুন) সকাল সাড়ে ১১টায় ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সচেতনতামূলক সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। এতে মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা'র উপ-পরিচালক সুস্মিতা খীসা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
এ সময় আলোচনা সভায় অতিথি বক্তারা বলেন, বাল্যবিয়ের কারণে মেয়েশিশু কেবলপরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে না তা নয়, পূর্ণ বয়সে পৌঁছেও যোগ্য, দক্ষ ও কর্মক্ষম হিসেবে পরিবার,সমাজ ও রাষ্ট্রে তার যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হন।এছাড়াও বাল্যবিবাহ নিরোধ ঘন্টায় চারটি পদ্ধতি ব্যবহার,বাল্যবিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ নিরোধে শপথবাক্য পাঠ করানো হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্নেজী চাকমা, সহকারী প্রধান শিক্ষক সুজিত কান্তি বণিক,সিনিয়র শিক্ষক কনকনা চাকমা প্রমূখ।
এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কিশোরী ক্লাবের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত