ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মারমা হত্যা মামলার ৪জন এজাহারভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা হতে বিলাইছড়ি থানা পুলিশ এর সদস্যরা স্থানীয় পুলিশ এর সহায়তা সোমবার (৩ জুন) দিনগত রাত ১২.১০ মিনিটে তাঁদের গ্রেপ্তার করে বলে জানান বিলাইছড়ি থানার ওসি মো: আকতার হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন,সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩) ওয়াইভার ত্রিপুরা (৫০), সত্য চন্দ্র ত্রিপুরা (৫৯)ও সুজন ত্রিপুরা (৫৭)। আটককৃতরা সবাই বড়থলি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
ওসি আরোও বলেন, গ্রেপ্তারকৃত চার জন বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। সোমবার তাঁদেরকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ,গত ২১ মে বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় চেয়ারম্যান আতুমং মারমা তাঁর চাচার বাড়িতে বেড়াতে যান। ওই রাতে সন্ত্রাসিরা অর্তকিতে তাঁকে এলোপাতাড়ি গুলি করেন। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে তাঁর পাঁয়ে, ঘাঁড়ে ও হাতে গুলি লাগে। গুলি লাগার পর
প্রথমে তাঁকে বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩১ মে রাতে ১১ টার পর তিনি সেখানে মারা যান। এদিকে পরের দিন বিলাইছড়ি থানায় আতুমং মারমার বড় ভাই ক্যচিং মং মারমা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত