আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
শনিবার সারাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ মোট ৯৮টি অস্থায়ী কেন্দ্রে ১৬ হাজার শিশুর মুখে একটি করে ক্যাপসুল খাইয়েছেন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীরা।
১জুন শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমেন চাকমার উপস্থিতি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)সৈয়দা সাদিয়া নূরীয়া। এর পর পরই একযোগে উপজেলার ৯৮টি কেন্দ্রে ৬মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমেন চাকমা জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দুইটি স্থায়ী কেন্দ্রসহ মোট ৯৮টি কেন্দ্রে ১৬ হাজার শিশুকে এক ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি-
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত