মাইন উদ্দিন বাবলু, গুইমারা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
গুইমারায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গুইমারা বাইল্যাছড়ি রাস্তামাথা এলাকায় দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে উপপরিচালক (ভারপ্রাপ্ত)কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোহাম্মদ বাছিরুল আলম এর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষিবিদ তপন কুমার পাল,অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চল,রাঙ্গামাটি। বিশেষ অতিথি এবিএম শফিউল আলম,উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা (বিনা)খাগড়াছড়ি,ওঙ্কার বিশ্বাস উপজেলা কৃষি অফিসার গুইমারা,নাজিম উদ্দিন,অধ্যক্ষ গুইমারা সরকারি কলেজ,নিরমল নারায়ণ ত্রিপুরা,১নং গুইমারা ইউপি চেয়ারম্যান,
মোঃ মিজানুর রহমান প্রশিক্ষক যুব উন্নয়ন খাগড়াছড়ি, মোঃ মাহতাব উদ্দিন লিফ অফিসার মাটিরাঙ্গা বি এ টি বি মাটিরাঙ্গা প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,মাশরুম উদ্যোক্তা ও কৃষক-কিষানি উপস্থিত ছিলেন। বক্তারা মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রকল্পটি ইনডোর গ্রুপ হওয়ায় এর গুরুত্বারোপ করেন অতিথিরা #
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত