ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি):
সন্ত্রাসীদের গুলিতে আহত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার অতি দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা আটদিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান বলে নিশ্চিত করেছেন, বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এর আগে গত ২১ মে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে নিজের ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় একটি মাচাং বাড়িতে অবস্থানকালে একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাশ^বর্তী বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর তাকে উন্নতি চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। ঘটনার দিন তার হাতে ও পায়ে গুলি লেগেছিলো।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত