হ্যাপী করিম, মহেশখালী
পঞ্চান্ন হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে মহেশখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় শনিবার (১ জুন) ২১৬টি ইপিআই জোনের আওতাধীন ৮১টি ওয়ার্ডে ২১৬টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মিলনায়তনে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় তিনি ক্যাম্পেইন সফল করার বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পর্কে অবগত হয়ে দিকনির্দেশনা দেন।
মহেশখালী'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো মাহফুজুল হক জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শিশুর রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুকে অপুষ্টি ও মৃত্যুর হাত থেকে বাঁচাবে। গত ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র আরএমও ডাঃ আজমল হুদা'সহ সকল সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তা, ইপিআর, ইউনিয়ন স্বাস্থ্যকর্মি, গনমাধ্যম, এনজিওকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত